/anm-bengali/media/media_files/2025/06/23/whatsapp-image-2025-06-23-2025-06-23-15-09-39.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১ নং দেভোগ গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিনের দাবি ছিল একটি সরকারি আইটিআই কলেজ হোক। সেই মতো সবংয়ের প্রাক্তন বিধায়ক গীতা রানী ভূঁইয়া বিধায়ক থাকাকালীন এই কলেজের আবেদন করেছিলেন। সেই কলেজ মঞ্জুর হয়ে তৈরি হয়েছে। তার উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবংয়ের বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। ফিতে কেটে এর উদ্ধোধন করেন প্রাক্তন বিধায়ক গীতা রানী ভূঁইয়া।সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী দাস দত্ত, সবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বাবুলাল মাইতি, সবং বিডিও সহ অনান্যরা। সবংয়ের অনেক যুবক-যুবতী এই প্রতিষ্ঠানে বিন্যামুল্যে বিভিন্ন ট্রেনিং নিয়ে কাজ করার সুযোগ পাবেন বলে জানান মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/23/whatsapp-image-2025-06-23-2025-06-23-14-20-40.jpeg)
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/13/rnYiZuj6tsWv85TqtG9j.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us