New Update
/anm-bengali/media/media_files/2025/09/28/screenshot-2025-09-28-19-am-2025-09-28-11-05-01.png)
নিজস্ব সংবাদদাতা: শুরু হয়ে গিয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজো। গতকাল পঞ্চমীর দিন পিংলার জলচক এলাকায় একটি পূজো কমিটির পূজো উদ্ধোধনের জন্য উপস্থিত হন রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভুইঁয়া।
/anm-bengali/media/post_attachments/433a3e67-52c.png)
এদিন পূজো উদ্ধোধনের ফাঁকে মেলার পাঁপড় ভাজা, ঝুরিভাজা খেলেন রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। পূজো উদ্ধোধনের পরেই মঞ্চে বসে পাঁপড় ভাজা, ঝুরিভাজার সঙ্গে চায়ের আমেজ নেন সেচমন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us