পঞ্চমীতে পাপড় ভাজার সঙ্গে চায়ের আমেজ মন্ত্রীর

পিংলার জলচক এলাকায় একটি পূজো কমিটির পূজো উদ্ধোধনের জন্য উপস্থিত হন রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভুইঁয়া।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-28 11.04.49 AM

নিজস্ব সংবাদদাতা: শুরু হয়ে গিয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজো। গতকাল পঞ্চমীর দিন পিংলার জলচক এলাকায় একটি পূজো কমিটির পূজো উদ্ধোধনের জন্য উপস্থিত হন রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভুইঁয়া।

এদিন পূজো উদ্ধোধনের ফাঁকে মেলার পাঁপড় ভাজা, ঝুরিভাজা খেলেন রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। পূজো উদ্ধোধনের পরেই মঞ্চে বসে পাঁপড় ভাজা, ঝুরিভাজার সঙ্গে চায়ের আমেজ নেন সেচমন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া।