হরি ঘোষ, জামুরিয়াঃ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বাম সমর্থিত প্রার্থীদের সমর্থনে শেষ লগ্নে সিপিআইএম দলের ২ হেভিওয়েট নেত্রীর প্রচার শুরু হল জামুরিয়ায়। সিভিক ভলেন্টিয়ারদের হাইকোর্টের নির্দেশকে মান্যতা দেওয়ার আবেদন জানালেন মীনাক্ষী মুখার্জি (Minakshi Mukherjee)। এদিকে হাইকোর্টের নির্দেশ না মানলে জেলে যেতে হবে বলে হুঙ্কার দিয়েছেন মীনাক্ষী।
আজ চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের চুরুলিয়ার চৌধুরী পুকুর থেকে চুরুলিয়া হাটতলা পর্যন্ত নির্বাচনী মহা মিছিল ছিল। মিছিল শেষে একটি সভায় বক্তব্য রাখেন মীনাক্ষী মুখার্জি ও ঐশী ঘোষ (Aishe Ghosh)। এই সভা থেকে মীনাক্ষী মুখার্জি রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন।
তিনি জানান, ‘২০২১-২২ অর্থবর্ষে পশ্চিম বাংলার জন্য ৮০০ কোটি টাকা সংখ্যালঘু উন্নয়নের জন্য বরাদ্দ করেছিল কেন্দ্র। কিন্তু ৪০০ কোটি টাকা রাজ্য সরকার খরচা করতে পারেনি এবং যে টাকা খরচা হয়েছে তারও হিসাব দিতে পারেনি। যার ফলে বঞ্চিত হয়েছেন চুরুলিয়ার মুসলিম সম্প্রদায়ভুক্ত গরিব খেটে খাওয়া সাধারণ মানুষ।‘ মীনাক্ষী জানান, সংখ্যালঘু উন্নয়নের টাকা দিয়ে এলাকার মুসলিমদের ঘরবাড়ি শৌচালয় কমিউনিটি হল সহ অন্যান্য পরিকাঠামো উন্নয়ন করা যেত। কিন্তু রাজ্য সরকার মুখে সংখ্যালঘুদের সরকার বললেও কাজে কিন্তু তার বিপরীত।
এই মিছিলে কয়েকজন সিভিক ভলেন্টিয়ারদের দেখতে পেয়ে মীনাক্ষী জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তারা ভোট প্রচারের মিছিল অংশগ্রহণ করতে পারবেন না। তিনি সিভিক ভলেন্টিয়ার উদ্দেশ্যে জানান যে হাইকোর্টের রায়কে মান্যতা না দিলে তাদের চাকরি যাবে এবং জেলও খাটতে হবে। যদি পুলিশ নিরপেক্ষ এবং নির্বাচন কমিশন নিজের সঠিক ভূমিকা পালন করতে পারে তাহলে মানুষ জোটবদ্ধ হয়ে এই সরকারের চোরেদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
অন্যদিকে এসএফআই নেত্রী ঐশী ঘোষ জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শাসক দল চরম সন্ত্রাস ও হুমকি দিয়েছিল। তবুও সাধারণ মানুষ মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্র প্রত্যাহার করার জন্য তাদের নেতা কর্মীদের হুমকি দেওয়া হয়েছিল, সেটাকে উপেক্ষা করে তাদের প্রার্থী ও নেতা কর্মীরা লড়াই করে যাচ্ছেন। ভোটের দিন ভোট লুট করার পরিকল্পনা রয়েছে। তাই তিনি সাধারণ মানুষদেরকে আবেদন জানান যে সকলকে একজোট হয়ে বুথ লুট আটকাতে হবে।
রাজ্যে এক দফাতেই হবে পঞ্চায়েত ভোট (Panchayat Vote)। নির্ধারিত দিনেই এক দফায় পঞ্চায়েত ভোট হবে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ৮ জুলাই রাজ্যে হবে পঞ্চায়েত ভোট।