New Update
/anm-bengali/media/media_files/2025/10/07/whatsapp-image-2025-10-07-2025-10-07-18-20-11.jpeg)
নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: পেটের টানে গুজরাটে কাজে গিয়ে প্রাণ হারাল নন্দীগ্রামের দুই যুবক প্রণব দিন্দা ও চন্দন দাস। দুজনের বাড়ি নন্দীগ্রামের কালিচরণপুরে। দুই পরিবারের আয়ের উৎস এই দুই যুবক।
স্থানীয় সূত্রে জানা গেছে তারা গ্যাসের লাইন রিপিয়ারিং- এর কাজে ছিল। গত শনিবার গ্যাসের পাইপলাইন রিপেয়ারিং এর সময় তারা যখন ওয়েল্ডিং করছিল সেই সময় গ্যাসের সিলিন্ডার ফেটে যায়। তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। দুই পরিবারসহ গোটা এলাকায় দুই যুবকের অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। প্রণব ও চন্দনের অকাল মৃত্যুতে অসহায় অবস্থার মধ্যে পড়েছে দুটো পরিবার। জানা গেছে আনুমানিক সোমবার রাত ৬টা নাগাদ অ্যাম্বুলেন্সে করে দুটো মৃতদেহ গুজরাট থেকে রওনা দিয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/07/diguad-2025-10-07-20-06-04.jpg)
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us