New Update
/anm-bengali/media/media_files/2025/11/12/whatsapp-image-2025-11-12-2025-11-12-15-29-36.jpeg)
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: যদি বলা হয় পরম যত্নে সাময়িক পরিযায়ীদের আগলে রেখেছে ব্যবসায়ীরা, তাহলে বোধহয় ভুল কিছু বলা হবে না। ওরা সংখ্যায় শতাধিক। সকালে চলে যায় আর ফেরে সন্ধ্যায়। কাকভোরে ওদের ডাকাডাকিতে ঘুম ভাঙে এলাকার মানুষের। তারপর ওরা চলে যায়। হেথা নয়, অন্য কোথা, অন্য কোনখানে। তবে দিনশেষে ওরা দল বেঁধে ফেরে। ওদের ডাকাডাকিতে ফের মুখরিত হয়ে ওঠে এলাকা। আর দুচোখ ভরে তা দেখে পথচলতি মানুষ থেকে শুরু করে ক্রেতা-বিক্রেতারা। ওরা থাকে হাওড়ার আমতা থানা এলাকার কুশবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সীমানা গোড়ায়।ওরা যে নোংরা করে তা কষ্ট সহ্য করেও মহানন্দে ব্যবসা করছেন ব্যবসায়ীরা। শীতের সময় আবার ওদের দল ভারী হয়। ওরা এদেশীয় হয়েও যাযাবর। ওদের কেউ কেউ শামুক, খোল, কেউ খড় হাঁস, কেউ হরিয়াল বলে পরিচিত। ওদের বিরক্ত করা যাবে না- সাফ কথা ব্যবসায়ীদের।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/12/whatsapp-image-2025-11-12-2025-11-12-15-29-59.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us