ত্রিপলও নেই, ছাউনি নেই, খোলা আকাশের নিচে মিড-ডে মিল রান্না, বিপদের আশঙ্কায় অভিভাবকরা

ক্ষুব্ধ সবাই।

author-image
Anusmita Bhattacharya
New Update
Screenshot 2025-11-29 072623

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : খোলা আকাশের নিচে হাড়িচুল্লি বসিয়ে চলছে মিড-ডে মিলের রান্না। সেই রান্না করা খাবারই খেতে হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের  নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের। ফলে সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত হচ্ছে শিশুদের মধ্যাহ্নভোজন। এই দৃশ্য সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী এবং অভিভাবকরা।

ডেবরা ব্লকের ১ নম্বর ভবানীপুর অঞ্চলের এই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই মিড-ডে মিলের রান্নার জন্য কোনও স্থায়ী পরিকাঠামো নেই। রান্না ঘরে নেই ছাউনি, নেই ত্রিপল। খোলা আকাশের নিচে চুল্লি বসিয়ে যেভাবে প্রতিদিন রান্না করা হয়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা। তাদের অভিযোগ গাছের পাতা ঝরে পড়ছে খাবারের মধ্যে, পোকামাকড় পড়ছে হাঁড়িতে-রান্না করা খাবারে। এর ফলে যে কোনও সময় খাবারে বিষক্রিয়া বা সংক্রমণ ঘটতে পারে অভিভাবকদের কটাক্ষ, “শিশুদের সুস্থ-স্বাস্থ্যকর খাবার দেওয়ার জন্য প্রকল্প, আর সেটাই যদি এমন অবস্থায় রান্না হয়, তবে বিপদ অনিবার্য"।

স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি নিয়ে বারবার জানানো হয়েছে, অঞ্চল প্রধান, পঞ্চায়েত এবং বিডিও-কে। তবুও এখনো পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পাপিয়া মন্ডল সাহা বলেন, "প্রায় দেড় মাস আগে মিস্ত্রি নিয়ে আসা হয়। কিন্তু রান্নাঘরের উপর থেকে পড়ে আহত হয় এক মিস্ত্রি। তারপর থেকে প্রতিনিয়ত চুল্লির উপর হাড়ি বসিয়ে খোলা আকাশের নিচে রান্না চলছে। সবচেয়ে বড় ভয় রান্নার সময় গাছের পাতা-পোকামাকড় পড়ছে। যদি কোন বিষক্রিয়া হয় তখন বিপদে পড়তে হবে আমাদের। এই বিষয়ে পঞ্চায়েত প্রধানকে জানানো হলে ত্রিপল দেওয়া হয়েছিল। কিন্তু ত্রিপল এর ভিতরে কি রান্না করা সম্ভব?"

Screenshot 2025-11-29 072653