MGNREGS! ফের অভিযোগ তৃণমূলের

MGNREGS প্রকল্প নিয়ে ফের মোদী সরকারকে আক্রমণ তৃণমূলের।

author-image
Pallabi Sanyal
New Update
tmc bjp nandi.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ফের MGNREGS নিয়ে সরব হল তৃণমূল। মোদী সরকারের বিরুদ্ধে এবারের অভিযোগ বরাদ্দ কমানোর। এক্স হ্যান্ডেলে তৃণমূলের তরফে জানানো হয়, ''প্রথমত, মোদী সরকার MGNREGS-এর জন্য বাজেটের বরাদ্দ বিস্ময়করভাবে ৩৩ শতাংশ কমিয়েছে,  মাত্র ৬০,০০০ কোটিতে নামিয়েছে, যা চার বছরের মধ্যে সর্বনিম্ন। আঘাতের সাথে অপমান যোগ করে, অর্থ মন্ত্রক এখন ৯,০০০ কোটির বেশি দায়বদ্ধতা থাকা সত্ত্বেও প্রকল্পের জন্য চাওয়া অতিরিক্ত তহবিলের অর্ধেকেরও বেশি বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে। ইচ্ছাকৃতভাবে এই চেষ্টা না হলে কি হয়? বিজেপিরজমিদাররা গ্রামীণ দরিদ্রদের জীবনরেখাকে শ্বাসরোধ করে, সবচেয়ে দুর্বল নাগরিকদের পেটে লাথি মারে?''


hiring.jpg