/anm-bengali/media/media_files/mNwKxLLJ18g4cYDil0eN.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ এবার থেকে মেট্রোর যাত্রীদের জন্য নয়া সুবিধা আনল মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে যে, ইস্ট ওয়েস্ট মেট্রোতেও এই সুবিধা পাওয়া যাবে। জানা গিয়েছে যে এবার থেকে মেট্রো স্টেশনে যাত্রীরা QR কোড কোডযুক্ত কাগজের টিকিট।
নয়া এই পদ্ধতিটি তৈরি করেছে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস। আগামীদিনে নতুন এই টিকিট জনপ্রিয় হয়ে উঠবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। নতুন টিকিট সিস্টেম সফল করতে গ্রিন লাইনের বিভিন্ন স্টেশনের সমস্ত AFC-PC গেট আপগ্রেড করা হয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে যে, কিছুদিন আগে শিয়ালদহ স্টেশনে এটি পরীক্ষামূলকবাবে চালু করা হয়েছিল। মেট্রের উন্নয়নে একের পর এক পদক্ষেপ করে চলেছে কর্তৃপক্ষ। একাধিক করিডোরে একসঙ্গে চলছে কাজ। সম্প্রসারণের কাজ চলছে ইস্ট-ওয়েস্ট, জোকা-তারাতলা, ও নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডোরে। এই সমস্ত কাজ সমাপ্ত হলে যাত্রীদের আরও সুবিধা হবে বলেই মনে করছে কর্তৃপক্ষ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us