মেরা মেহবুব আয়া হে, বিয়ের পর খড়্গপুরে প্রথম চা চক্র, কোন মেজাজে দিলীপ? এক্সক্লুসিভলি ভিডিও রইল আপনাদের জন্য

বিয়ের পর প্রথম চা চক্রে কোন মেজাজে দিলীপ?

author-image
Aniket
New Update
w

নিজস্ব সংবাদদাতা: ৬০ পেরিয়ে সদ্য বিয়ে করেছেন দিলীপ ঘোষ।

বিয়ের পর আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরে সকালে প্রাতভ্রমণে বেরিয়ে খড়্গপুরের বগদা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চা চক্র করে সংবাদমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। বেশ স্বতঃস্ফূর্ত মেজাজেই লক্ষ্য করা গেল দিলীপকে। তার চা চক্রের সঙ্গীদের তাকে নিয়ে 'মেরা মেহবুব আয়া হে' গানের মাধ্যমে ঠাট্টা তামাশা করতেও দেখা গেল এদিন।