/anm-bengali/media/media_files/2025/08/20/whatsapp-image-2025-08-20-2025-08-20-17-20-17.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: চোলাই মদের নেশায় আসক্ত বাড়ির পুরুষেরা। ঘরে ঘরে বাড়ছে অশান্তি। চোলাই মদের জেরে ইতিমধ্যে প্রাণ গেছে তিনজনের। সতর্ক করেও কাজ না হওয়ায় চোলাই মদের কারবার বন্ধে গ্রামের মহিলাদের নিয়ে অভিযান স্ব সহায়ক গোষ্ঠীর মহিলাদের। মদের ভাটি ভাঙচুর করার পাশাপাশি নষ্ট করা হয় চোলাই তৈরির সরঞ্জাম। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা থানার পুলিশও।
মঙ্গলবার রাতে চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের চিংড়িগেড়িয়া গ্রামে বেআইনি চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালায় গ্রামের স্ব সহায়ক গোষ্ঠীর মহিলারা। চোলাই ভাটি সহ চোলাই তৈরির সরঞ্জাম ভেঙে গুড়িয়ে দেয় মহিলারা। মহিলাদের পাশে দাঁড়িয়ে চোলাই কারবারিদের সতর্ক করা ও সচেতনতার পাঠ দেয় পুলিশ। ফের চোলাই কারবারে যুক্ত হলে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। গ্রামের মহিলাদের দাবি, কয়েকটি পরিবার গ্রামে বেআইনি চোলাই মদের কারবার চালিয়ে যাচ্ছে আর চোলাই মদে আসক্ত হয়ে পড়ছে বাড়ির পুরুষেরা। এর আগে একাধিকবার চোলাই কারবার বন্ধের জন্য সতর্ক করা হলেও কাজ হয়নি। তাই এবার বাধ্য হয়ে গ্রামের স্ব সহায়ক গোষ্ঠীর মহিলারা এগিয়ে এসে গ্রামের মহিলাদের সঙ্গ দিয়ে অভিযান চালায়। মহিলাদের দাবি, এখান থেকে বেআইনি চোলাই মদ তৈরি হয়ে বাইকে করে আশপাশের কোথাও পুজো বা কোনো অনুষ্ঠান হলে সেখানে বিক্রির জন্য নিয়ে যাওয়া হত। সেরকমই এক ব্যক্তির বাইক হাতেনাতে পেয়ে আটকে রেখে ভাঙচুর করা হয়। বাইক চালক পালিয়ে গেলেও বাইকটি পুলিশ আটক করে নিয়ে যায় বলে জানা গেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/20/whatsapp-image-2025-08-20-2025-08-20-17-20-36.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us