পঞ্চায়েত দপ্তরের কাজের নিরিখে প্রথম ও দ্বিতীয় স্থানে দুই মেদিনীপুর

প্রথম ও দ্বিতীয় স্থানে দুই মেদিনীপুর।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
s

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের সমস্ত প্রকল্প সঠিকভাবে রূপায়ণ এবং সরকারি বরাদ্দ সঠিকভাবে খরচ করার নিরিখে ও রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে পশ্চিম মেদিনীপুরের। প্রথম স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুর। মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে সাংবাদিকদের মুখোমখি হয়ে জানিয়েছেন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার। এদিন একটি পর্যালোচনা বৈঠক উপলক্ষে প্রায় পুরো দপ্তর নিয়ে মেদিনীপুর শহরে উপস্থিত হয়েছিলেন তিনি। ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সচিব, প্রতিমন্ত্রী শিউলি সাহা, বেচারাম মান্না প্রমুখ। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, "সার্বিকভাবে পশ্চিম মেদিনীপুর জেলা খুব ভাল কাজ করেছে। তার মধ্যেই যে সমস্ত ব্লক একটু পিছিয়ে আছে, সেখানেও যাতে সঠিকভাবে কাজ হয়, সেই আলোচনা হয়েছে।" রাজ্যের জলসম্পদ উন্নয়ন ও সেচ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডঃ মানসরঞ্জন ভূঁইয়া বলেন, মাঝখানে মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের কারণে কয়েকমাস সরকারি প্রকল্পের কাজকর্ম স্থগিত না থাকলে, পশ্চিম মেদিনীপুর জেলাই হয়তো প্রথম স্থান অধিকার করত।