New Update
/anm-bengali/media/media_files/2025/05/16/KtR4CDfARqAv55ZJwblT.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুর শহরের কলেজ রোড, হাসপাতাল রোড সহ শহরের একাধিক জায়গায় বড় বড় গাছ পড়ে রাস্তা অবরুদ্ধ হল বৃহস্পতিবার। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মেন গেটের সামনে রাস্তার উপর পড়ে যায় বড় গাছ। ঝড়ের দাপটে মেদিনীপুর কলেজ রোডেও রাস্তার উপর ভেঙে পড়ে গাছ। দীর্ঘক্ষণ রাস্তা অবরুদ্ধ থাকায় সমস্যায় পড়েন পথচারীরা।
/anm-bengali/media/post_attachments/934cc786-330.png)
কলেজ রোডের সৌন্দর্যস্থলে থাকা মাতঙ্গিনী হাজরা'র মূর্তি ভেঙে পড়ে যায় মাটিতে। এছাড়াও, একাধিক মূর্তির ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর ও পৌরসভার সিআইসি সৌরভ বসু। তাঁর উপস্থিতিতে এবং পুলিশ-প্রশাসনের কর্মীদের উদ্যোগে উদ্ধারকাজ শুরু হয় বিধ্বস্ত এলাকাগুলিতে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us