ইসরায়েলে আটকে আছেন মেদিনীপুরের গবেষক অনিরুদ্ধ ! দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বাবা-মা

ইসরায়েলে আটকে রয়েছেন পশ্চিম মেদিনীপুরের গবেষক অনিরুদ্ধ। একমাত্র সন্তানের চিন্তায় দিন কাটতে চাইছে না বাবা মায়ের।

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-06-19 at 8.47.42 AM

AA

নিজস্ব সংবাদদাতা : ইসরায়েলে আটকে আছেন পশ্চিম মেদিনীপুর জেলার, শালবনীর যুবক অনিরুদ্ধ বেরা। বছর ২৭-র অনিরুদ্ধ ইসরায়েলের বিখ্যাত তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন। সম্প্রতি ইসরায়েল-ইরান যুদ্ধের পরিস্থিতিতে, ইসরায়েলের তেল আভিভ শহরের একটি আবাসনে, কার্যত দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন শালবনীর ভাউদি গ্রামের এই মেধাবী ছাত্র। বাড়িতেও উৎকণ্ঠার মধ্যে আছেন তাঁর বাবা-মা। 

অনিরুদ্ধ তার বাবা-মা'র একমাত্র সন্তান। ২০২২ সালের শেষের দিক থেকে তেল আভিভে আছেন। তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার বায়োফিজিক্স নিয়ে গবেষণা করছেন তিনি। এদিকে, নিজেদের একমাত্র সন্তানকে নিয়ে যথেষ্ট উৎকণ্ঠিত বাবা-মা। এই পরিস্থিতিতে কিভাবে দিন কাটছে অনিরুদ্ধর ? বুধবার রাতে তিনি বলেন, "আমরা সেন্ট্রাল তেল আভিভের একটি আবাসনে ভাড়া থাকি। তবে, প্রত্যেকের সিঙ্গেল রুম। নিজেরাই রান্না করি। কিন্তু, গত শুক্রবার থেকে কারফিউ জারি করা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ। দোকানপাট সকালের দিকে একটি নির্দিষ্ট সময়ে খোলা হচ্ছে। সারাদিনে অন্তত তিন-চারবার সাইরেন বাজছে। এমন পরিস্থিতিতে তো রান্না করে খাওয়া সম্ভব নয়, তাই বিভিন্ন শুকনো খাবার মজুদ করে রেখেছি। তাই দিয়েই চালিয়ে নিচ্ছি।" তিনি এও বলেন, ''বৃহস্পতিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। তবে, সবটাই নির্ভর করছে বুধবার রাতের উপর।''

WhatsApp Image 2025-06-19 at 8.47.41 AM
AAS

প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিকের পর প্রবেশিকা পরীক্ষা দিয়ে অনিরুদ্ধ ভর্তি হন ভুবনেশ্বরের NISER-এ। জীবন বিজ্ঞানের উপর ৫ বছরের ইন্টিগ্রেটেড কোর্স করেন অনিরুদ্ধ। তারপর তিনি ২০২২ সালের নভেম্বর মাসে গবেষণার জন্য পাড়ি দেন ইসরায়েলে। ইসরায়েলের বিখ্যাত তেল আভিভ ইউনিভার্সিটি-তে ক্যান্সার বায়োফিজিক্স-এর উপর গবেষণা করেছেন অনিরুদ্ধ। গবেষণা শেষ হতে লাগবে আরও ২ বছর সময়। এদিকে, সাম্প্রতিক পরিস্থিতিতে একমাত্র ছেলেকে নিয়ে যথেষ্ট উৎকণ্ঠিত বাবা-মা। অনিরুদ্ধর বাবা পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক অসীম বেরা বুধবার সন্ধ্যায় জানান, "দুশ্চিন্তা তো আছেই। কিন্তু, এই পরিস্থিতিতে তো কিছু করারও নেই। যতক্ষণ না ভারত সরকার ওদের উদ্ধার করে নিয়ে আসছে ততক্ষণ অপেক্ষা করতে হবে।" এই বিষয়ে শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ জানিয়েছেন, "আমরাও তাই চাইছি। অসীম বাবুর সাথে যোগাযোগ রেখে চলেছে সকলেই।" শাসকদলের রাজ্যের যুব নেতা তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ বলেন, "অনিরুদ্ধর সাথে মেসেঞ্জারে কথা হচ্ছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে অনিরুদ্ধ।"