পুজোর আগে ডেঙ্গুর প্রকোপ, গ্রামে বসল মেডিকেল ক্যাম্প

ব্লিচিং ছড়িয়ে সচেতন করছে স্বাস্থ্য কর্মীরা।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-11 at 4.16.48 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পুজোর আগে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনোহরপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপমহল গ্রামে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু আক্রান্ত হয়ে ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন গোপমহল এলাকার বাসিন্দা শিখা চক্রবর্তী ও সবিতা পট্টনায়ক।হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে স্বর্ণলতা রানা। গোপমহল গ্রামে বসেছে স্বাস্থ্য শিবির। চলছে রক্তের নমুনা সংগ্রহ  করার কাজ। পাশাপাশি গ্রামের বিভিন্ন এলাকায় ব্লিচিং ছড়িয়ে সচেতনতামূলক বার্তা দিচ্ছে স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালে গিয়ে আক্রান্ত দুই মহিলার স্বাস্থ্যের খোঁজ নেন ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল। তিনি বলেন, "তিনজনের মধ্যে একজন ছাড়া পেয়ে বাড়িতে রয়েছে। দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। তারা ভালো আছে। গ্রামে স্বাস্থ্য শিবির করা হয়েছে। সেখানে এখনও পর্যন্ত ৫০ জনের রক্তের নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে পরিস্থিতি অনুযায়ী স্বাস্থ্য দফতর প্রস্তুত তা মোকাবিলার জন্য"। পুজোর আগে ঘাটালে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু।

111