১৭ বছর পর ভোটে লড়বেন মহম্মদ রফিক

দলনেত্রীর নেক নজর। ১৭ বছর পর ভোটের ময়দানে মহম্মদ রফিক।

author-image
Pritam Santra
New Update
TMC

নিজস্ব সংবাদদাতা: মনোনয়ন জমা দিয়েছেন কেশপুরের ‘রবিনহুড’ মহম্মদ রফিক। দীর্ঘ ১৭ বছর পর নির্বাচনে লড়ার টিকিট পেয়েছেন কেশপুরে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে আসা দাপুটে এই তৃণমূল নেতা। ২০০৬ সালে বিধানসভা নির্বাচনে গড়বেতা পূর্বে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তিনি। তারপর তৃণমূল সুপ্রিমোর রোষানলে পড়েন। এবার পঞ্চায়েত নির্বাচনে তার ভাগ্যে শিকে ছিঁড়েছে। রফিক সাহেব বলেন, দল যোগ্য মর্যাদা দিয়েছে।

গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন আর আজ থেকে এতটুকু সময় নষ্ট না করে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন রফিক। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ষাট নম্বর জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ মহম্মদ রফিক আজ তিনি কেশপুর ব্লকের ছুতারগেড়া ১১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের তৃণমূল কর্মীর সমর্থকদের নিয়ে বৈঠক শেষে মিছিল করেন ।