/anm-bengali/media/media_files/2025/05/01/ec8rFvOR75j6hOPnQUZD.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বিভিন্ন স্থানে পতাকা উত্তোলন ও শ্রদ্ধার সাথে পালিত হল মে দিবস। রোহিনী ও রগড়া - দুই অঞ্চলেই আলাদা আলাদা ভাবে দিনটি উদযাপিত হয়। সাঁকরাইল ব্লকের রোহিনী এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তথা রোহিনী অঞ্চল তৃণমূলের সভাপতি মথুর মাহাত।
এছাড়াও, উপস্থিত ছিলেন, রোহিনী অঞ্চলের শ্রমিক সংগঠনের নেতা নির্মল নায়েক সহ বহু দলীয় কর্মী-সমর্থক ও স্থানীয় মানুষজন। অপরদিকে, রগড়া অঞ্চলে আইএনটিটিইউসি-র উদ্যোগে রগড়া বাজারে সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হয় মে দিবস।
/anm-bengali/media/media_files/2025/05/01/WHtwS1LbQCYa2HR5uEcL.jpeg)
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রগড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পঞ্চানন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা। এইসব কর্মসূচির মধ্য দিয়ে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তাঁদের ন্যায্য অধিকার ও সম্মানের দাবিতে সংগঠনের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us