গরমে ভেজা সকাল, হাওয়ায় খানিকটা স্বস্তি—আজকের আবহাওয়ার পূর্বাভাস জানুন

১৩ মে, মঙ্গলবার দিনের শুরুতেই গরমের প্রকোপ, তাপমাত্রা পৌঁছতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসে। তবে পশ্চিম দিক থেকে হালকা হাওয়ায় কিছুটা স্বস্তিও মিলবে বলে জানাচ্ছে পূর্বাভাস।

author-image
Debapriya Sarkar
New Update
d

নিজস্ব সংবাদদাতা : আজ, মঙ্গলবার, ১৩ মে সকালটা শুরু হবে গরম আর আর্দ্রতার সঙ্গে। দিনের শুরুর দিকে তাপমাত্রা থাকবে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস, আর দুপুর গড়াতেই পারদ চড়ে পৌঁছতে পারে ৩১ ডিগ্রিতে। সারাদিনের গড় তাপমাত্রা থাকবে প্রায় ২৯.৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

summer

আর্দ্রতা থাকবে ৪১ শতাংশ, যা শহরবাসীর গরমের অনুভূতিকে আরও বাড়িয়ে তুলতে পারে। তবে স্বস্তির খবরও রয়েছে—পশ্চিম দিক থেকে বইবে হালকা বাতাস, যার গতিবেগ থাকবে ঘণ্টায় প্রায় ১৬.২ কিলোমিটার। যারা বাইরে বেরোচ্ছেন, তাদের জন্য সঙ্গে জলের বোতল ও সানগ্লাস রাখাই ভালো। গরমকে পাত্তা না দিয়ে দিনটা কীভাবে কাটবে, তা এখন অনেকটাই আপনার প্রস্তুতির উপর নির্ভর করছে।