New Update
/anm-bengali/media/media_files/2025/01/23/6alanHCLrDnO6JAjmEP7.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ, মঙ্গলবার, ১৩ মে সকালটা শুরু হবে গরম আর আর্দ্রতার সঙ্গে। দিনের শুরুর দিকে তাপমাত্রা থাকবে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস, আর দুপুর গড়াতেই পারদ চড়ে পৌঁছতে পারে ৩১ ডিগ্রিতে। সারাদিনের গড় তাপমাত্রা থাকবে প্রায় ২৯.৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
/anm-bengali/media/media_files/qZpqbN8IoP6oz7pg7pOP.png)
আর্দ্রতা থাকবে ৪১ শতাংশ, যা শহরবাসীর গরমের অনুভূতিকে আরও বাড়িয়ে তুলতে পারে। তবে স্বস্তির খবরও রয়েছে—পশ্চিম দিক থেকে বইবে হালকা বাতাস, যার গতিবেগ থাকবে ঘণ্টায় প্রায় ১৬.২ কিলোমিটার। যারা বাইরে বেরোচ্ছেন, তাদের জন্য সঙ্গে জলের বোতল ও সানগ্লাস রাখাই ভালো। গরমকে পাত্তা না দিয়ে দিনটা কীভাবে কাটবে, তা এখন অনেকটাই আপনার প্রস্তুতির উপর নির্ভর করছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us