বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিম মেদিনীপুরের ৬ জন ওসি-সহ ১২ জন পুলিশ আধিকারিকের বদলি

কেন হঠাৎ বদলি ?

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-11-06 at 9.24.49 PM

PASCHIM MEDINIPUR POLICE

নিজস্ব সংবাদদাতা : আর কয়েকমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এদিকে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ। এই আবহেই বুধবার (৫ নভেম্বর) পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন থানার ৬ জন ওসি (অফিসার ইনচার্জ) সহ ১২ জন পুলিশ আধিকারিক (সাব ইন্সপেক্টর)-এর বদলির নির্দেশিকা জারি করা হলো জেলা পুলিশের তরফে।

এই নির্দেশিকা অনুযায়ী, শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্টের ইনচার্জ অমিত চ্যাটার্জিকে গরবেতা থানায় বদলি করা হয়েছে। পিড়াকাটা ফাঁড়ির নতুন ইনচার্জ হচ্ছেন গড়বেতা থানার সাব ইন্সপেক্টর অনুপ ভট্টাচার্য। বেলদা থানার ওসি গোবর্ধন সাউ বদলি হয়ে যাচ্ছেন খড়গপুর টাউন থানায়। বেলদা থানার নতুন ওসি হচ্ছেন প্রণব সেনাপতি। প্রণব ছিলেন গড়বেতা থানার ওসি। গড়বেতা থানার ওসি হচ্ছেন চঞ্চল সিংহ। চঞ্চল সবং থানার ওসি ছিলেন। সবং থানার ওসি হচ্ছেন শুভঙ্কর রায়। শুভঙ্কর ছিলেন চন্দ্রকোনা থানার ওসি। চন্দ্রকোনা থানার নতুন ওসি হচ্ছেন পুরুষোত্তম পান্ডে। তিনি খড়গপুর টাউন থানার সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। ডেবরা থানার নতুন ওসি হচ্ছেন পলাশ কুইলা। পলাশ খড়্গপুর গ্রামীণ থানার অধীন সাদাতপুর ফাঁড়ির ইনচার্জ ছিলেন। ডেবরা থানার ওসি প্রণয় রাই খড়গপুর লোকাল থানার ওসি হয়ে যাচ্ছেন। 

digbijay da add

অন্যদিকে, সাদাতপুর ফাঁড়ির ইনচার্জ হচ্ছেন শিবরাম বেরা, তিনি ছিলেন পিংলা থানায়। খড়্গপুর টাউন থানার অধীন হিজলি ফাঁড়ির ইনচার্জ তপন মাইতি যাচ্ছেন গড়বেতা থানার অধীন চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়ির ইনচার্জ হয়ে। চন্দ্রকোনা রোড ফাঁড়ির ইনচার্জ রাজেশ পারুয়া যাচ্ছেন হিজলি ফাঁড়ির ইনচার্জ হয়ে। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, "এটা রুটিন বদলি মাত্র।"