/anm-bengali/media/media_files/2025/11/26/whatsapp-image-2025-11-26-at-2025-11-26-15-55-40.jpeg)
AJAY
নিজস্ব সংবাদদাতা : অজয়ের বুকে রাস্তা করে বীরভূমের বালি কাঁকসায় পাচার হচ্ছিল ! অভিযোগ পেতেই ম্যাপ নিয়ে অভিযানে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। দীর্ঘ সময় ধরে চলে কাঁকসার বিদবিহারের একাধিক ঘাট পরিদর্শন। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সূত্রে খবর, বেশিরভাগ সরকারি বালিঘাট বীরভূম প্রশাসনের অধীনে। তবে কিছুদিন ধরে বীরভূমের বালি অভিনব কায়দায় কাঁকসার দিকে পাচারের অভিযোগ উঠছিল। সেই বালি পাচার হচ্ছিল বেশ কিছু জায়গায় অজয়ের বুকে রাস্তা নির্মাণ করে। প্রশাসনের অনুমতি ছাড়াই কেন এইরকম কাজ করা হচ্ছিল সেই বিষয়ে খতিয়ে দেখা হয়। অজয়ঘাট শিবপুর রাস্তায় একটি ট্রাক আটক করা হয়। বেশ কিছু ট্রাক্টরেও জরিমানা করা হয়।
এই বিষয়টিকে কটাক্ষ করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন,"অজয় ও দামোদর নদের গতিপথ পরিবর্তন করে বালি পাচার করা হচ্ছে। পুলিশ প্রশাসন জানে না? বালি পাচার আবার সক্রিয় হয়েছে। শাসক দলের মদত রয়েছে।" পাল্টা জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন,"কোন অবৈধ কোথাও কাজ হলে রাজ্যের প্রশাসক ব্যবস্থা নিচ্ছে। সেই জন্যই এই অভিযান। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর অবৈধ কাজ বরদাস্ত করে না। আবারো প্রমাণ হলো।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us