মন্দির থেকে লুঠ লক্ষাধিক টাকার সোনা ও মুকুট

কোথায় ঘটলো এই ঘটনা ?

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-11-27 at 9.46.24 AM

TEMPLE

নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের খুরশি গ্রাম পঞ্চায়েতের টাকলা এলাকায়। জানা গিয়েছে টাকলা এলাকায় একটি একশ বছরের পুরোনো কালী মন্দির ছিল। গত কাল রাতে কেউ বা কারা মন্দিরের ভিতরে ঢুকে সোনার মুকুট-সহ প্রায় চার লক্ষাধিক টাকার  জিনিস লুঠ করে।

WhatsApp Image 2025-11-27 at 9.47.31 AM
TEMPLE

মন্দিরের পুরোহিত আজ বৃহস্পতিবার সকাল ৬টায় মন্দিরের তালা খুলতে এলে তিনি দেখেন মন্দিরে তালা নেই, মায়ের জিনিসপত্রও নেই। তারপর নারায়নগড় থানার পুলিশকে খবর দেওয়া হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে নারায়নগড় থানার পুলিশ।