New Update
/anm-bengali/media/media_files/2025/07/19/whatsapp-image-2025-07-19-at-2025-07-19-21-29-38.jpeg)
21 JULY
নিজস্ব সংবাদদাতা - ২১শে জুলাইকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের লোয়াদা এলাকায়, ডেবরা ব্লক আই এন টি টি ইউ সি-র মহামিছিল অনুষ্ঠিত হল। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার আই এন টি টি ইউ সি-র জেলা সভাপতি সনাতন বেরা,ডেবরার আই এন টি টি ইউ সি-র ব্লক সভাপতি সেখ সাবির আলি, শ্রমিক নেতা মইদুল খান, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু-সহ অনান্যরা। এদিন লোয়াদা বাজার এলাকা জুড়ে এই মিছিল চলে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/p3SNP28DSvQ7obbnqa6q.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us