New Update
/anm-bengali/media/media_files/2025/05/17/1000205642-491962.jpg)
নিজস্ব সংবাদদাতা - আজ সকাল থেকেই একনাগাড়ে বৃষ্টি চলছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং,পিংলা ও তার পার্শ্ববর্তী এলাকায়। এককথায় বলতে গেলে মুষলধারে বৃষ্টি। রাস্তায় ছাতা মাথায় সাধারণ মানুষজন তাদের সকালের কাজে বেরিয়েছেন। কারন বেলা বাড়লে আরও বৃষ্টি বাড়বে ৷ সাথে সাথে প্রবল বাজ পড়ার কথাও ঘোষণা করেছে আবহাওয়া অফিস। প্রায় এক ঘন্টা হল ঠিক একই ভাবে বৃষ্টি পরে চলেছে এইসমস্ত এলাকা গুলিতে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/5fJ6SM8GrBWiaj7oOoNJ.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us