প্রবল বৃষ্টি সমগ্র পশ্চিম মেদিনীপুর জুড়ে

সমগ্র পশ্চিম মেদিনীপুর জুড়ে তীব্র বৃষ্টি।

author-image
Debjit Biswas
New Update
Rain

নিজস্ব সংবাদদাতা - আজ সকাল থেকেই একনাগাড়ে বৃষ্টি চলছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং,পিংলা ও তার পার্শ্ববর্তী এলাকায়। এককথায় বলতে গেলে মুষলধারে বৃষ্টি। রাস্তায় ছাতা মাথায় সাধারণ মানুষজন তাদের সকালের কাজে বেরিয়েছেন। কারন বেলা বাড়লে আরও  বৃষ্টি বাড়বে ৷ সাথে সাথে প্রবল বাজ পড়ার কথাও ঘোষণা করেছে আবহাওয়া অফিস। প্রায় এক ঘন্টা হল ঠিক একই ভাবে বৃষ্টি পরে চলেছে এইসমস্ত এলাকা গুলিতে।

rain