/anm-bengali/media/media_files/2025/12/12/whatsapp-image-2025-12-12-at-2025-12-12-17-41-14.jpeg)
NNNN
নিজস্ব সংবাদদাতা : আজ সকাল থেকে স্কুলের গেটের সামনে বিক্ষোভ অবরোধ করে স্কুল বন্ধ রাখলো অবিভাবকেরা। এমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার দেউলিয়া হীরারাম হাইস্কুলের গেটে। অবিভাবকদের অভিযোগ, দেউলিয়া হীরারাম হাইস্কুলে পঞ্চম শ্রেনী থেকে এলাকার ছাত্রীদের ভর্তি নিতে হবে। যদিও এলাকার ছাত্রীরা স্কুলের কিছুটা দুরেই দেউলিয়া বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করতে যায় । স্থানীয় ছোট ছোট ছাত্রীদের ১৬ নম্বর জাতীয় সড়ক পারাপার করে জীবন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/03/students-2025-08-03-23-33-50.jpg)
তাই গ্রামবাসীদের অভিযোগ, নিরাপত্তার স্বার্থে এই দেউলিয়া হীরারাম হাইস্কুলে ছাত্রদের সাথে ছাত্রীদের পঞ্চমশ্রেনীতে ভর্তি করাতে হবে। এই দাবীতে সকাল থেকে দেউলিয়া হীরারাম হাই স্কুলের গেটের সামনে অভিভাবকেরা বিক্ষোভ দেখান। স্কুলের ছাত্র-ছাত্রীদের গেটে আটকে দেওয়া হয়।স্কুলের শিক্ষকদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি । স্কুল কমিটি ও ম্যানেজিং কমিটির সাথে চলে বাকবিতন্ডা। পরে স্কুলের ম্যানেজিং কমিটি অভিভাবকদের আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ ও স্কুল গেটের সামনে অবরোধ উঠে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us