বলাগড় থানায় ভাঙচুর উত্তেজিত জনতার

কেন এই ভাঙচুর ?

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-12-12 at 5.34.18 PM

NNNN

নিজস্ব সংবাদদাতা : বলাগড় ক্ষত্রিয় নগর খালধারের বাসিন্দা সেখ আসাদুল মন্ডল(২৬)-কে গতকাল গভীর রাতে মদ্যপ অবস্থায় বলাগড় থানার পুলিশ তুলে নিয়ে আসে বলে অভিযোগ। ওই যুবক তার জামাই বাবু সেখ রাজাকে মেসেজ করে জানায় সে কথা। এরপর সেখ রাজা পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। পরে আসাদুলকেও ফোন করেন। কিন্তু ফোনে তিনি যোগাযোগ করতে পারেননি।

আজ সকালে  বলাগড় স্টেশনের পাশে রেল লাইন থেকে মৃতদেহ পাওয়া যায় ওই যুবকের।এই খবর ছড়াতেই থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে যুবকের পরিবার ও গ্রামবাসীরা। পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে থানায় ভাঙচুর চালানো হয়। ভাঙা হয় সিসি ক্যামেরা,চাইল্ড ফ্রেন্ডলি কর্ণার। হুগলি গ্রামীন পুলিশ আধিকারীকরা থানায় উপস্থিত হয়।

publive-image

এরপর উত্তেজনা থামাতে বিশাল পুলিশ বাহিনী ডাকা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে,গতকাল রাতে মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগে ওই যুবককে থানায় ধরে আনা হয়েছিল। এরপর বেল বন্ডে সই করে বেল নিয়ে যুবক থানা থেকে চলে যায়। আজ সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়ে রেললাইন থেকে।