মনোনয়নকে ঘিরে দফায় দফায় সংঘর্ষ, লাঠিচার্জ করল পুলিশ

বৃহস্পতিবার রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করে কমিশন। আগামী ৮ জুলাই একদফাতেই দার্জিলিং-কালিম্পংয়ে দ্বিস্তরীয় ও বাকি রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। সাংবাদিক বৈঠকে এমনই জানান রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

author-image
SWETA MITRA
New Update
bjp indas.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) দামামা বেজে গিয়েছে। যদিও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যের একাধিক জায়গা দফায় দফায় সংঘর্ষে অশান্ত হয়ে উঠছে। মুড়ি মুড়কির মতো পড়ছে বোমা, চলছে গুলি। মূলত মনোনয়ন পত্র জমা দেওয়াকে ঘিরেই হচ্ছে যত হাঙ্গামা। এরই মাঝে এবার অশান্ত হয়ে উঠল বাঁকুড়ার ইন্দাস। জানা গিয়েছে, আজ বুধবার ইন্দাসেমনোনয়নকেকেন্দ্রকরেব্যাপকউত্তেজনার সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, এদিনবিডিওঅফিসেরদিকেমিছিলকরেযাচ্ছিলেনকয়েকশোবিজেপি (BJP) কর্মী। এদিকেপাল্টাজমায়েতকরেতৃণমূলকর্মীসমর্থকরা অশান্তির সৃষ্টি করে বলে অভিযোগ বঙ্গ গেরুয়া শিবিরের। অন্যদিকে অশান্তির খবর পেয়ে আসরে নামে রাজ্য পুলিশ।পুলিশমিছিলআটকালেশুরুহয়ে যায়ধস্তাধস্তি।এদিকে পুলিশি অভিযানের বিরুদ্ধে রাস্তায়বসেবিক্ষোভদেখানবিজেপিকর্মীরা।পুলিশেরব্যারিকেডভেঙেফেলেনবিজেপিকর্মীরা।এদিকে পরিস্থিতিসামালদিতেলাঠিচার্জকরেপুলিশ।এদিকে পুলিশের লাঠিচার্জের জেরে বহু বিজেপি কর্মী, সমর্থক আহত হয়েছেন বলে খবর।