নৈহাটির বড়মা দর্শনে মানুষের সমাগম

প্রতিবছরের মতো এই বছরেও নেমেছে মানুষের ঢল।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-10-19 at 6.12.15 PM

llllll

নিজস্ব সংবাদদাতা : নৈহাটির পুজো মানে নৈহাটির বড়মার পুজো, বড়মা মন্দির কমিটির একটাই কথা: ধর্ম হোক যার যার বড় মা সবার। যদিও আগামীকাল কালীপুজো কিন্তু ভক্তদের ভিড় দেখা যাচ্ছে বড়মার কাছে। ভিড় এড়াতে আজকে থেকেই সবাই পুজোর ডালা থেকে শুরু করে মিষ্টির প্যাকেট ফুলের মালা সব বড়মার মন্দিরে দিয়ে যাচ্ছেন।

digbijay da add

বর্তমানে বড়মাকে সাজানো চলছে কিন্তু তার আগেই হাজার হাজার মানুষের ভিড়ের সমাগম বড়মাকে একবার দর্শন করার জন্য।