New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : টানা বৃষ্টির জেরে এবার ব্যাপক ভূমিধসের শিকার হল কালিঝোরা এলাকা। এর ফলে শিলিগুড়ি থেকে সিকিম এবং কালিম্পং যাওয়ার প্রধান সড়ক যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই ভূমিধসের কারণে অসংখ্য ছোট-বড় গাড়ি সড়কের দুই পাশে আটকে আছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/06/XdnPLuRsgwQT0BpEbhOf.jpeg)
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ১০ নম্বর জাতীয় সড়কের ওপর বড় বড় পাথর এবং বিপুল পরিমাণ কাদা মাটি এসে পড়ায় রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ভূমিধসের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছেন। তবে, লাগাতার বৃষ্টি এবং পাথরের আকার বড় হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us