পিংলায় ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে ছাই বেকারি

কোথায় লাগলো আগুন ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-12-12 at 3.31.03 PM

NNN

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার বড়িষা এলাকায় গভীর রাতে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাত প্রায় ১২টা ৩০ নাগাদ আচমকাই দাউদাউ করে জ্বলে ওঠে এলাকার একটি বেকারি। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন, আর তার জেরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বেকারিটি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতের ওই সময় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন এক স্থানীয় ব্যক্তি। পথ চলতে চলতে হঠাৎই তিনি বেকারির ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখতে পান। কয়েক মিনিটের মধ্যেই ধোঁয়ার স্তর ঘন আগুনে বদলে যায়। আতঙ্কে তিনি চিৎকার করে স্থানীয়দের খবর দেন এবং পুলিশকে ফোন করেন।

Fire

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পিংলা থানার পুলিশ। এরপর দমকল বিভাগকে জানানো হলে কিছুক্ষণের মধ্যেই একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন আয়ত্তে আসে। তবে আগুনের তীব্রতার কারণে ততক্ষণে গোটা বেকারিই ছাই হয়ে যায়।

স্থানীয়দের দাবি, দোকানের ভিতরে দাহ্য সামগ্রী থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণ ? তা খতিয়ে দেখতে দমকল ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। তবে বেকারির মালিকের প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বড়িষা এলাকায়।