অমর্ত্য সেনের বাড়ির কাছে দুই ভাইকে পিটিয়ে জখম

এ কি ঘটলো বীরভূমে ?

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-12-04 at 10.30.43 AM

HHHH

নিজস্ব সংবাদদাতা : শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ির পাশেই বুধবার সন্ধ্যায় ঘটে গেল দুষ্কৃতীদের তাণ্ডব। অভিযোগ, নেশাগ্রস্ত কয়েকজন স্থানীয় যুবক আচমকাই ওই মোমো দোকানে ঢুকে প্রথমে দোকানে বসার জায়গা সহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে। এরপর প্রতিবাদ করতেই শুরু হয় বেধড়ক মারধর। দুই দোকানদার ভাইকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে এসে কিল-চড়-লাথি মারা হয়। অভিযোগ, তাদের জামা-প্যান্ট ছিঁড়ে ফেলা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনায় দুই ভাইই গুরুতর আহত হন।

দোকানদারদের অভিযোগ, গত বছর স্থানীয় একটি মেলার সময় ওই যুবকেরা তাদের কাছে ১,০০০ টাকা চাঁদা দাবি করেছিল। কিন্তু তাদের মায়ের কিডনি গুরুতর অসুস্থ থাকার কারণে সেই সময় পরিবারের উপর আর্থিক চাপ ছিল। তাই তারা ৩০০ টাকা দিতে চাইলে ওই যুবকেরা টাকা নিতে অস্বীকার করে অপমান করে চলে যায়। সেই রেষ থেকেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি দুই ভাইয়ের।

download - 2025-12-04T102959.126
AMARTA SEN

উল্লেখযোগ্য বিষয়, ঘটনাস্থল থেকে দুই দিকেই থানার উপস্থিতি—একদিকে শান্তিনিকেতন মহিলা থানা, অন্যদিকে শান্তিনিকেতন থানা—দুটোই ঢিল ছোঁড়া দূরত্বে থাকা সত্ত্বেও বুধবার সন্ধ্যায় এমন প্রকাশ্য তাণ্ডবে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, থানার এত কাছে থেকেও যদি এমন ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক দোকানদারই ভয়ে সন্ধ্যার পর দোকান খোলা রাখতে সাহস পাচ্ছেন না।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, তবে অভিযুক্ত যুবকেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অমর্ত্য সেনের বাড়ির পাশেই এমন দুষ্কৃতী তাণ্ডব প্রশাসনিক নজরদারির বড়সড় ঘাটতি সামনে এনে দিয়েছে বলে মত স্থানীয় মহলের।