/anm-bengali/media/media_files/2025/12/06/whatsapp-image-2025-12-06-at-2025-12-06-16-58-27.jpeg)
GGG
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার দন্দিপুর গ্রামে বিঘার পর বিঘা জমিতে রয়েছে পাকা ধান কোথাও মেশিন দিয়ে কাটার পর জমিতে পড়ে থাকা নারায় ধরিয়ে দেয়া হচ্ছে আগুন প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে।শুধু ঘাটালে নয় চন্দ্রকোনার ক্ষীরপাই বুড়ি পুকুর মাঠ,দাসপুরের শ্যামসুন্দরপুর সহ ঘাটাল মহকুমা জুড়ে জমিতে আগুন আর আগুন।আর সেই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের কোথাও পাকা ধান পুড়ে নষ্ট হচ্ছে কৃষকের।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/06/whatsapp-image-2025-12-06-at-2025-12-06-16-58-09.jpeg)
কৃষি দপ্তর প্রচার চালাচ্ছে যে জমিতে আগুন লাগাবেন না,কিন্তু মাঠজুড়ে ছবিটা ভিন্ন, কৃষি দপ্তরের দাবি জমিতে আগুন লাগালে জমির মাটিপুড়ে উর্বরতা ক্ষমতা হারায় তাছাড়াও জমিতে থাকা কৃষকদের বন্ধু পোকার মৃত্যু ঘটে ফলে চরম ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের তা সত্ত্বেও কৃষকেরা বিঘার পুর বিঘা জমিতে ধরিয়ে দিচ্ছে আগুন। আগুন নেভাতেই বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us