১৪৪ জারির পরেও ঝরল রক্ত, অশান্ত বাংলা, আক্রান্ত পুলিশ

পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এদিকে দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে বাংলার একাধিক জেলা। শক্তিগড়ে সিপিএমের (CPM) কর্মী সমর্থকদের লক্ষ্য করে ইট বৃষ্টিও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে।

author-image
SWETA MITRA
New Update
cpm tmc.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ১৪৪ ধারা জারি রয়েছে, তারপরেও ঝরল রক্ত। পূর্ব বর্ধমানের (Burdwan) বড়শুল থেকে শুরু করে ভাঙর, তৃতীয় দিনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে বাংলা। শক্তিগড়ে সিপিএমের (CPM) কর্মী সমর্থকদের লক্ষ্য করে ইট বৃষ্টিও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। যদিও থমথমে পরিবেশের সৃষ্টি হয়ে রয়েছে। এমনকি বড়শুল মোড়েও শুরু হয়েছে বিক্ষোভ। বাঁকুড়ার সোনামুখী বিডিও অফিসে মনোনয়ন জমা করতে যান সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী। যদিও তিনি সেখানে গিয়ে আক্রান্ত হন বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পুলিশ প্রশাসন কোথায়? কোথায় মানুষের নিরাপত্তা? পুলিশের সামনেই সিপিএম ও তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে চলছে ইট বৃষ্টি, লাঠি ছোঁড়াছুঁড়ি। আক্রান্ত হয়েছে পুলিশও।