ডেবরায় পথ দূর্ঘটনা,শিশুসহ আহত ২

কেন ঘটলো এই দুর্ঘটনা ?

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-12-12 at 4.35.17 PM

NNNN

নিজস্ব সংবাদদাতা : আজ শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার বাঁধপাড়া এলাকার  বাসিন্দা সেক শাহ আলম  পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় শ্রীরামপুর এলাকায় মামা বাড়ি যাচ্ছিল স্ত্রী রুমিশা বিবি  এবং ৩ বছরের শিশুকে নিয়ে।

Accident

ডেবরার  খাসবাজারের কাছে ১৬ নং জাতীয় সড়কের পাশে থাকা পেট্রল পাম্পে তেল নিতে ঢোকার পথে এই দুর্ঘটনা ঘটে। তড়িঘড়ি  এন এইচ এ টিম  আহত তিনজনকেই ডেবরা সুপার স্পেশালিটি   হাসপাতালে নিয়ে আসে। পাশাপাশি তাদের অবস্থার অবনতি হওয়ায় তাদের পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যালে।