/anm-bengali/media/media_files/MTk3aH36BzQKrGXHledj.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা, দাসপুরঃ জানা গিয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ আজ ভোরে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর থানার কলোরা এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর প্রায় সাড়ে পাঁচটা নাগাদ ঘাটালের দিক থেকে এক মারুতি গাড়ি পাঁশকুড়ার দিকে আসছিল। রাস্তার মাঝে হঠাৎ এক ভবঘুরেকে লক্ষ্য করে মারুতির চালক। ভবঘুরেকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে মারুতিটি গাড়িটি। তবে বাঁচানোর আগেই ভবঘুরেকে ধাক্কা মারে মারুতি গড়িটি।
/anm-bengali/media/media_files/WnQwVNg6KWqEi3IrxB9U.jpg)
জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভবঘুরের, গাছে ধাক্কা মারার পর মারুতি গাড়িতে থাকা কমপক্ষে পাঁচজন যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ। জানা গিয়েছে, পুলিশ ঘটনাস্থলে এসে মারুতি গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। মারুতি গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে দুর্ঘটনায় আহতদের নাম পরিচয় জানা যায়নি।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us