দাম্পত্য কলহ, দিবালোকে প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে একের পর এক কোপ স্বামীর

দাম্পত্য কলহের জেরে ছুরি দিয়ে স্ত্রীকে কোপালো স্বামী।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
af63814f-6be7-43f9-9274-4a09ebbe7e25



নিজস্ব প্রতিনিধি, অন্ডাল:-  দাম্পত্য কলহের জেরে শনিবার সাত সকালে ছুরি দিয়ে স্ত্রীকে কোপালো স্বামী। ঘটনাটি ঘটে শনিবার অন্ডাল থানার অন্তর্গত হরিপুর বাজারে। ঘটনাস্থলে স্থানীয় লোকেরা দুর্বৃত্ত স্বামীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়। রক্তাক্ত অবস্থায় মহিলাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর।

ফের আরো একবার এক নৃশংস ঘটনার সাক্ষী হল অন্ডাল থানার হরিপুর বাজারের বাসিন্দারা ও পথ চলতি মানুষজন। ঘটনা প্রসঙ্গে আহত পায়েল গোপের  মা চায়না দাস জানান, তার মেয়ে হরিপুরের একটি বেসরকারি হাসপাতালে কাজ করতো যেটা তার স্বামী পিন্টু গোপের পছন্দ ছিল না, সে কারণে স্বামী স্ত্রীর মধ্যে নিত্যদিন কলহ চলতো। চায়না দেবি জানান, পায়েলের স্বামী প্রচন্ড পরিমাণে মদ্যপান করত, সে কারণেও তাদের সংসারে অশান্তি লেগেই ছিল। তার মেয়ে পায়েল তার স্বামীকে মদ খেতে বাধা দিলেই তার ওপর অত্যাচার চলত বলে জানান তিনি। শনিবার সাত সকালে একেবারে প্রকাশ্য দিবালোকে জনসমক্ষে নিজের স্ত্রীকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানোর দৃশ্য সামনে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। স্থানীয়রাই ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত পিন্টুকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ গুরুতর আহত পায়েলকে আসানসোলের জেলা হাসপাতালে পাঠায়। ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, সকালবেলা দেখি স্কুটি করে আসা এক মহিলার উপর একজন ছুরি দিয়ে আঘাত করছে। ঘটনায় আশেপাশের লোকজন জড়ো হওয়ায় অভিযুক্তকে পাকড়াও করা গেছে। বর্তমানে অভিযুক্ত পিন্টু গোপকে বনবাহাল ফাঁড়ির পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। তবে প্রশ্ন উঠছে শুধুই কি চাকরি নিয়েই দাম্পত্য কলহ নাকি এর পিছনে রয়েছে অন্য কোন কারণ। যে কারণে নিজের স্ত্রীকে ছুরি দিয়ে হত্যা করার মত চেষ্টা করতে পারে কেউ।