/anm-bengali/media/media_files/2025/10/17/whatsapp-image-2025-10-17-at-174552-2025-10-17-17-59-32.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বীরভূমের কীর্ণাহার থানার পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে উদ্ধার করা হল প্রায় ২২ কেজি গাঁজা। গ্রেফতার ২ পাচারকারী সহ আটক বাইক। কীর্ণাহার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে প্রায় ১টা নাগাদ মুর্শিদাবাদের দিক থেকে আসা একটি মোটরবাইককে রাস্তায় আটকায়। সেই বাইকে করে বীরভূমে প্রবেশ করছিল দুই ব্যক্তি।
/anm-bengali/media/post_attachments/c81f19d5-c15.png)
সেই সময় কীর্ণাহার থানা এলাকার আনখা বিবি পিরতলা সংলগ্ন জায়গায় নাকা চেকিং চলাকালীন তাদের আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা। ধৃত দুই যুবকের নাম মহিদুল সেখ বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রামে ও ফুলচাঁদ সেখ বাড়ি বীরভূমের মল্লারপুরে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে কীর্ণাহার থানার পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ। এর পেছনে কোনও বড় মাথা রয়েছে কি না তদন্ত করছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us