/anm-bengali/media/media_files/2025/08/25/whatsapp-image-2025-08-25-2025-08-25-19-25-48.jpeg)
নিজস্ব প্রতিনিধি, নদীয়া: গোপন সূত্রে খবর পেয়ে রানাঘাট জেলা পুলিশের এসডিপিও সবিতা গোটেয়াল, সার্কেল ইন্সপেক্টর কাজল ব্যানার্জি, শান্তিপুর থানার ওসি অনুপম ঢালী সহ শান্তিপুর থানার বিভিন্ন আধিকারিকরা আজ হানা দেয় বেলঘড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের দিব্যডাঙ্গা গ্রামের বিশ্বনাথ দাসের বাড়িতে। সেখান থেকেই উদ্ধার হয় প্রায় ৮০ কেজি গাঁজা। পরিবারের গৃহিণী ঝর্ণা দাস অবশ্য জানাচ্ছেন যে তারা এই ব্যবসার সঙ্গে যুক্ত নন, এমনকি এর মধ্যে কি ছিল তাও জানা নেই তাদের। তবে তাদের ভগ্নিপতি হারাধন সরকার কোচবিহার থেকে কালীপুরে এসে বসবাস শুরু করে আর সে মাঝেমধ্যেই বস্তায় করে কিছু একটা রেখে যেত। তার বদলে সামান্য কিছু ভাড়াও নাকি সে দিত। সেই লোভেই আজ তাদের বিপদ বলে অভিযোগ। তবে অভিযোগ, আজকের বাজেয়াপ্ত হওয়া এই গাঁজার বস্তা গতকাল রাতে এসে রেখে গেছে হারাধন সরকার। ঝর্ণা দেবী জানান যে তার স্বামী তাঁত শ্রমিক।
এই মুহূর্তে পরিবারের প্রধান বিশ্বনাথ দাস এবং তাদের ভগ্নিপতি হারাধন সরকার কাউকেই পাওয়া যায়নি এখনও পর্যন্ত। তবে সে ব্যাপারে পুলিশ খোঁজ চালাচ্ছে। অন্যদিকে বাজেয়াপ্ত করা এই গাঁজা মাপার কাজ চলছে। এদিকে সরকারি আবাস যোজনায় পাওয়া বসবাসের ঘরের মধ্যে এতকিছু আছে তা জানেন না প্রতিবেশীরাও। ফলে ঘটনার খবর পেতেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়ে। মানুষের ভিড় রয়েছে সেখানে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/25/screenshot-2025-08-25-183840-2025-08-25-18-39-04.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us