নিজস্ব সংবাদদাতা: সন্ত্রাসবাদী হামলায় নিহত মনীশ মিশ্রর দেহ নিয়ে ঝালদা শহরের শেষ যাত্রার মিছিলে হাঁটলেন তৃণমূল – বিজেপি - সিপিআইএম ও কংগ্রেস দলের নেতারা। বৃহস্পতিবার সেই শেষযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, পুরুলিয়া সংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, রাজ্য সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, পুরুলিয়া জেলার বর্ষীয়ান তৃণমূল নেতা তথা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো, কংগ্রেসের জেলা সভাপতি নেপাল মাহাতো, সিপিআইএমের পুরুলিয়া জেলা সম্পাদক প্রদীপ রায়।
সকলেই শেষ যাত্রার মিছিল থেকে ঘটনার তীব্র নিন্দা করে ক্ষোভপ্রকাশ করেন। সকাল থেকেই মনীশ মিশ্রর বাড়িতে তাঁকে একবার শেষ দেখার জন্য এলাকার মানুষেরা ভিড় জমায় তার বাড়ির সামনে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ পুরুলিয়া লোকসভার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের সভাপতি নিবেদিতা মাহাতো, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।
/anm-bengali/media/post_attachments/076624f3-0d0.png)
গতকাল সকালেই রাঁচি এয়ারপোর্টে পৌঁছায় মনীশের দেহ। সেখানেই তাঁকে শেষ সম্মান জানানো হয়। তার পর দেহ এসে পৌঁছায় বাড়িতে। দেহ পৌঁছাতেই সকলে কান্নায় ভেঙ্গে পড়েন। শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। তারপর মনীশের নিথর দেহ নিয়ে ঝালদা শহরে একটি মিছিল করে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।