ঘূর্ণিঝড়ে সব তছনছ হয়ে গেল, লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন আম চাষিরা

গতকালের বিধ্বংসী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় একটা পুরো আম বাগান। গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকেলে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এর উপর আছড়ে পড়ে প্রবল ঝড়।

author-image
SWETA MITRA
New Update
aam 2.jpg

 হরি ঘোষ, লাউদোহা : গতকালেরবিধ্বংসীঝড়েলণ্ডভণ্ড হয়ে যায়একটাপুরোআমবাগান।গতকালঅর্থাৎমঙ্গলবারবিকেলেপশ্চিমবর্ধমানেরপাণ্ডবেশ্বর (Pandobeswar)এরউপরআছড়েপড়েপ্রবলঝড়।ঝড়েরসাথেপ্রবলবেগেবৃষ্টিশিলাবৃষ্টিওশুরুহয়আরএতেইসর্বনাশডেকেনিয়েআসেপাণ্ডবেশ্বরবিধানসভারদুর্গাপুরফরিদপুরব্লকেরতিলাবনিগ্রামেরআমচাষীদেরকপালে।কয়েকমিনিটেরঝড়েরতাণ্ডবেলণ্ডভণ্ডহয়েযায়পুরোআম বাগানএরআগেওদুটিঝড়েক্ষতিহয়েছিলআম বাগানেরগাছথেকেঝরেপড়েছিলপ্রচুরআম

aam.jpg

তবেবিশালএইআমবাগানেরযেআমবেচেছিলতাছিলযথেষ্টএমনটাইআমচাষিরামনেকরছেন।ভরসাছিলআম্রপালিআমেরফলনেরওপর।কয়েকবিঘাজায়গানিয়েতৈরিএইআমবাগান।এখানেরয়েছেশতাধিকবিভিন্নপ্রজাতিরআমগাছঅ্যালফেনসোথেকেশুরুকরেআম্রপালি, বৈশাখী,চন্দ্রমুখী, ল্যাংড়াবিভিন্নপ্রজাতির আম ছিল।বিগতদুটিঝড়েঅন্যান্যআমেরক্ষতিহলেওখুবক্ষতিহয়নিআম্রপালিআমের  চাষীদেরভরসাছিলএইআমটাইতাদেরবছরবাঁচাবেকিন্তুগতকালেরঘূর্ণিঝড়েসবশেষ হয়ে গেল।প্রকৃতিরশক্তিরওপরঅসহায়মানুষ

দুর্গাপুরফরিদপুরব্লকেরতিলাবনিগ্রামেরএইআমবাগানটিলাউদোহাপঞ্চায়েতেরঅধীনে।দুবছরেমোটাটাকাসম্বল করেএলাকারকিছুবেকারযুবকএইবাগানেআমচাষকরেছিলেন।কিন্তুপ্রকৃতিররোষেপড়েঅসহায়আমচাষিরাএইবাগানেমোট১২জনবর্তমানেকর্মরত, এইআমগাছগুলিরএতদিনধরেদেখাশোনাকরেআসছিলেনসকলে।আমচাষীরাএভাবেক্ষতিরমুখেপড়েকিভাবেতাদেরবাগানেরশ্রমিকদেরটাকামেটাবেন? আরকিভাবেইবাপঞ্চায়েতেরথেকেনেওয়াটাকামেটাবেন? এসবকিছুভেবেঅস্থিরতাঁরা।সংবাদমাধ্যমেরমারফতপঞ্চায়েতব্লকসভাপতিবিধায়কেরকাছেআম চাষি বরুণ নায়ক বিশেষ আবেদন করেন।মানবিকতারখাতিরেতাদেরদিকটাএকটুভেবেদেখাহোকবলে দাবি করেন চাষি। তিনিবলেনগতবারেওআমচাষেতারাক্ষতিরমুখেপড়েছিলেন।তখনপঞ্চায়েতমানবিকতারমুখদেখিয়েছিলকিন্তুএবারেরক্ষতিতাদেরসমস্তরকমসহ্যেরসীমাছাড়িয়েছে।কয়েকমিনিটেরপ্রবলঝড়েমাথায়হাতআমচাষিদের।

এইব্যাপারেলাউদোহাপঞ্চায়েতেরপ্রধানপিনাকীব্যানার্জিজানান, আম বাগানযখনচুক্তিতেদেওয়াহয়তখনইপরিষ্কারবলাহয়েছিল, আমচাষেরসময়টাযেহেতু ঝড়বৃষ্টির, তাইবাগানেরজন্যবীমাকরাআবশ্যকপ্রধানএওজানানযদিবীমাকরাথাকেআমচাষিদের,তাহলেযাক্ষতিহয়েছেকিছুটাপূরণহতেপারে

অন্যদিকেপ্রবলক্ষতিরমুখেপড়েএকেবারেজলেরদরেআমবাগানচত্বরেআমবিক্রিকরতেবাধ্যহচ্ছেচাষিরা।