/anm-bengali/media/media_files/eNmPMXx8XgGhf6iGmN6r.jpg)
হরি ঘোষ, লাউদোহা : গতকালেরবিধ্বংসীঝড়েলণ্ডভণ্ড হয়ে যায়একটাপুরোআমবাগান।গতকালঅর্থাৎমঙ্গলবারবিকেলেপশ্চিমবর্ধমানেরপাণ্ডবেশ্বর (Pandobeswar)এরউপরআছড়েপড়েপ্রবলঝড়।ঝড়েরসাথেপ্রবলবেগেবৃষ্টিওশিলাবৃষ্টিওশুরুহয়।আরএতেইসর্বনাশডেকেনিয়েআসেপাণ্ডবেশ্বরবিধানসভারদুর্গাপুরফরিদপুরব্লকেরতিলাবনিগ্রামেরআমচাষীদেরকপালে।কয়েকমিনিটেরঝড়েরতাণ্ডবেলণ্ডভণ্ডহয়েযায়পুরোআম বাগান।এরআগেওদুটিঝড়েক্ষতিহয়েছিলআম বাগানের।গাছথেকেঝরেপড়েছিলপ্রচুরআম।
/anm-bengali/media/media_files/gqeOFcpfAhkEIIKOohfS.jpg)
তবেবিশালএইআমবাগানেরযেআমবেচেছিলতাছিলযথেষ্টএমনটাইআমচাষিরামনেকরছেন।ভরসাছিলআম্রপালিআমেরফলনেরওপর।কয়েকবিঘাজায়গানিয়েতৈরিএইআমবাগান।এখানেরয়েছেশতাধিকবিভিন্নপ্রজাতিরআমগাছ।অ্যালফেনসোথেকেশুরুকরেআম্রপালি, বৈশাখী,চন্দ্রমুখী, ল্যাংড়াবিভিন্নপ্রজাতির আম ছিল।বিগতদুটিঝড়েঅন্যান্যআমেরক্ষতিহলেওখুবক্ষতিহয়নিআম্রপালিআমের। চাষীদেরভরসাছিলএইআমটাইতাদেরএবছরবাঁচাবে।কিন্তুগতকালেরঘূর্ণিঝড়েসবশেষ হয়ে গেল।প্রকৃতিরশক্তিরওপরঅসহায়মানুষ।
দুর্গাপুরফরিদপুরব্লকেরতিলাবনিগ্রামেরএইআমবাগানটিলাউদোহাপঞ্চায়েতেরঅধীনে।দুবছরেমোটাটাকাসম্বল করেএলাকারকিছুবেকারযুবকএইবাগানেআমচাষকরেছিলেন।কিন্তুপ্রকৃতিররোষেপড়েঅসহায়আমচাষিরা।এইবাগানেমোট১২জনবর্তমানেকর্মরত, এইআমগাছগুলিরএতদিনধরেদেখাশোনাকরেআসছিলেনসকলে।আমচাষীরাএভাবেক্ষতিরমুখেপড়েকিভাবেতাদেরবাগানেরশ্রমিকদেরটাকামেটাবেন? আরকিভাবেইবাপঞ্চায়েতেরথেকেনেওয়াটাকামেটাবেন? এসবকিছুভেবেঅস্থিরতাঁরা।সংবাদমাধ্যমেরমারফতপঞ্চায়েতব্লকসভাপতিওবিধায়কেরকাছেআম চাষি বরুণ নায়ক বিশেষ আবেদন করেন।মানবিকতারখাতিরেতাদেরদিকটাএকটুভেবেদেখাহোকবলে দাবি করেন চাষি। তিনিবলেনগতবারেওআমচাষেতারাক্ষতিরমুখেপড়েছিলেন।তখনপঞ্চায়েতমানবিকতারমুখদেখিয়েছিল।কিন্তুএবারেরক্ষতিতাদেরসমস্তরকমসহ্যেরসীমাছাড়িয়েছে।কয়েকমিনিটেরপ্রবলঝড়েমাথায়হাতআমচাষিদের।
এইব্যাপারেলাউদোহাপঞ্চায়েতেরপ্রধানপিনাকীব্যানার্জিজানান, আম বাগানযখনচুক্তিতেদেওয়াহয়তখনইপরিষ্কারবলাহয়েছিল, আমচাষেরসময়টাযেহেতু ঝড়বৃষ্টির, তাইবাগানেরজন্যবীমাকরাআবশ্যক।প্রধানএওজানানযদিবীমাকরাথাকেআমচাষিদের,তাহলেযাক্ষতিহয়েছেকিছুটাপূরণহতেপারে।
অন্যদিকেপ্রবলক্ষতিরমুখেপড়েএকেবারেজলেরদরেআমবাগানচত্বরেআমবিক্রিকরতেবাধ্যহচ্ছেচাষিরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us