/anm-bengali/media/media_files/2025/06/28/screenshot-2025-06-28pm-2025-06-28-14-47-17.png)
নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ কয়েক দশকের দাবি, পশ্চিম মেদিনীপুর জেলায় ঘাটাল মহকুমায় তৈরি হোক ঘাটাল "মাস্টার প্ল্যান"! প্রত্যেক বছর নিয়ম করে বর্ষা আসলেই বৃষ্টির জলে প্লাবিত হয় ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় চাষযোগ্য জমি ও সাধারণ মানুষের ঘরবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট। এনিয়ে কেন্দ্রীয় সরকার 'মাস্টার প্ল্যান' তৈরির উদ্যোগ নিলেও এখনো পর্যন্ত অর্থ বরাদ্দ করছে না, অভিযোগ রাজ্য সরকারের। ইতিমধ্যেই রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যান এর জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। যার মধ্যে ৫০০ কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে সেচ দপ্তরকে, ঘাটাল মাস্টার প্ল্যানের প্রাথমিক কাজ শুরু করার জন্য। সেই মতই শুরু হয়ে গিয়েছে সুইলি'স গেট বসানোর কাজ। আর এই নিয়েই গতকাল সবংয়ের দশগ্রামে রথযাত্রা উৎসবে এসে কেন্দ্রকে তোপ দাগলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া।
/anm-bengali/media/post_attachments/c7608d80-84e.png)
তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার বাংলা বিরোধী! তাই তারা ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা আটকে রাখছে। আর রাজ্যের বিজেপি নেতারা বলছে, ঘাটাল মাস্টার প্ল্যান নাকি আমরা করতে চাইছি না। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের সাথে দ্বিচারিতা করছে। ঘাটালের মানুষ সঠিক বিচার করুন, কাদের সঙ্গে আপনারা থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তার রাজ্যের কোষাগার থেকে অর্থ বরাদ্দ করে কাজ শুরু করে দিয়েছেন"। মানস রঞ্জন ভুঁইয়া আরো অভিযোগ করেন, "কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান এর জন্য কোন টাকা দেওয়া হবে না। এটাই যদি হয়ে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী দেড় হাজার কোটি টাকায় ঘাটাল 'মাস্টার প্ল্যান' তৈরি করবে"। পাশাপাশি তিনি আরো বলেন, "বিভিন্ন প্রকল্পের জন্য লোন নিতে গেলে কেন্দ্র-এর অনুমোদন লাগে, সে ক্ষেত্রেও কেন্দ্র সাহায্য করছেনা। আমরা তো কাজ করতে চায়, ওরা কাজ করতে দেয় না"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us