সবংয়ে কন্যাশ্রী দিবস উদযাপনে মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া

কি বার্তা দেওয়া হল?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-14 at 7.47.03 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে কন্যাশ্রী দিবস উদযাপিত হল বাড়জীবন কৃষাণ মান্ডিতে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া, প্রাক্তন বিধায়ক শ্রীমতি গীতা ভূঁইয়া, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ শেখ আবু কালাম বক্স, বিডিও মানিক সিংহ মহাপাত্র, বিধায়ক প্রতিনিধি বাদল বেরা, বিকাশ ভূঁইয়া,  পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৌসুমী দাস দত্ত প্রমুখ। এদিনের এই অনুষ্ঠানে সদ্য ইংলিশ চ্যানেল পার করে মেদিনীপুরকে গৌরান্বিত করা আফরিনকে সংবর্ধনা দেওয়া হয়। সেই সঙ্গে দশগ্রাম স্কুলের ছাত্রী সুদীপ্তা মাঝিকে পোস্টার মেকিং- এ সংবর্ধনা দেওয়া হল এবং দাঁতনের একটি মেয়ে অর্পিতা পান্ডা ন্যাশনাল লেভেলে প্রথম হয়েছে যোগাসনে, তাকেও সংবর্ধনা দেওয়া হয়।

WhatsApp Image 2025-08-14 at 7.47.03 PM (1)

অনুষ্ঠানে মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে বলেন, "আজকে মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প বাংলা, ভারত ছাড়িয়ে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছে। এটা সর্বজনবিদিত সবাই জানে। কিন্তু আমরা যারা গ্রাম বাংলায় থাকি একটা জিনিস অবাক হয়ে আমরা লক্ষ্য করছি এখন মেয়েদের পড়াশোনার চাহিদা ১০০% বেড়েছে এবং এতে অল্প বয়সে বিয়ে দেওয়ার প্রথা আস্তে আস্তে বিলুপ্ত হতে চলছে। এখন মেয়েরাই প্রতিবাদ করছে যে আমরা পড়াশোনা করব বিয়ে করব না। এটা একটা অদ্ভুত পরিকল্পনা বাংলার মুখ্যমন্ত্রী গ্রহণ করে সারা বিশ্বের মানুষের কাছে নজির হিসাবে তুলে ধরলেন"। মন্ত্রী আরো বলেন, "বাংলা ভাষা ও বাঙালিকে মর্যাদা দেওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের আরও বেশি করে বাংলার প্রতি, ভাষার প্রতি উদ্যোগ নিতে হবে। আমরা যতই হিন্দি বলি ইংলিশ বলি, আমরা বলব আমরা শিখব বাইরে গেলে হিন্দি ইংলিশ লাগবে। কিন্তু নিজের মাতৃভাষাকে কখনও ভুলে যাব না। মাতৃভাষাকে আরো সুন্দর করে তুলে ধরতে হবে। কথা বলতে হবে। প্রতিবাদ করতে হবে যারা বাংলা ভাষা এবং বাঙালি বিরোধী তাদের"।