/anm-bengali/media/media_files/2025/03/20/rzHu9HSXEYaV9aNd19Yw.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: চা বাগানের মধ্যেই বাগানের ম্যানেজারকে নৃশংসভাবে কুপিয়ে খুন ! বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকার জয়ন্তিকা চা বাগানে।
দুপুরে চা বাগানের বাঁশবাড়ি এলাকার 12 ও 14 নম্বর সেকশনের কাছে ম্যানেজারের রক্তাক্ত দেহ দেখতে পান শ্রমিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই চা বাগানের সিনিয়র ম্যানেজারের নাম নিলাঞ্জন ভদ্র (45)। তিনি জলপাইগুড়ি জেলার হ্যামিল্টনগঞ্জের বাসিন্দা। গত চার বছর ধরে জয়ন্তিকা চা বাগানের সিনিয়র ম্যানেজার পদে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন চা বাগানের 12 ও 14 নম্বর সেকশনে চা পাতা দেখভালের কাজ চলছিল। প্রতিদিনের মতোই এদিনও চা বাগানের কাজ খতিয়ে দেখতে বাইক নিয়ে রওনা হন নিলাঞ্জন। এর খানিকক্ষণ পর দুই সেকশনের মাঝামাঝি একটি জায়গায় তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে কেউ বা কারা কোপ বসায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। চা বাগানের শ্রমিকরাই কাজ করার সময় তাঁর দেহ উদ্ধার করেন । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চা বাগানের শীর্ষ কর্তা থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা।
/anm-bengali/media/media_files/cqmg9FGtziSQrPtLWyZ9.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us