উদ্দেশ্য ২১ জুলাই দিদির পা ছুঁয়ে প্রণাম, পায়ে হেঁটেই ১৩০ কিলোমিটার অতিক্রমের বাসনা

কে এই ব্যক্তি?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-17 at 2.05.48 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পায়ে হেঁটে ২১ জুলাই ধর্মতলায় হাজির থাকতে রওনা দিলেন গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৌশিক গাঙ্গুলী। বৃহস্পতিবার সকালে নিজের গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন। গোলগ্রাম থেকে ধর্মতলার দূরত্ব প্রায় ১৩০ কিলোমিটার। এদিন তিনি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের গোলগ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে বেরিয়ে আষাড়ী এলাকার পর  ১৬ নং জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "২১ জুলাই এর আগে ধর্মতলা পৌঁছে যাবো। ২১ জুলাই দিদির পায়ে হাত দিয়ে প্রণাম করবো। আমরা দিদির সাথে আছি। দল ছাড়বো না। দলকে ভালোবাসি। দলেই থাকবো"।