মদ্যপ অবস্থায় গালিগালাজ, প্রতিবাদ করায় মেরে খুন! শেষে থানায় এসে করল আত্মসমর্পণ

মদ্যপ অবস্থায় গালিগালাজ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-05-28 at 3.53.54 PM

হরি ঘোষ, দুর্গাপুর : গাছের তলায় বসে অকথ্য ভাষায় গালিগালাজ। প্রতিবাদ করাতে লোহার রড দিয়ে খুনের অভিযোগ দুর্গাপুরে। মৃতের নাম যীশু কুমার ওরফে রাজেশ। কোকওভেন থানার অন্তর্গত ভগত পল্লীর এই ঘটনায় পুলিশ অভিযুক্ত পিন্টু বাউরীকে গ্রেফতার করে দুর্গাপুর মহকুমা আদালতে তুলেছে। 

ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার সন্ধ্যাবেলায় যখন ট্যাংকার চালক যীশু কুমার ২০ দিন পর কাজ সেরে বাড়ি ফিরছিল। অভিযোগ, ৩০ নম্বর ওয়ার্ডের করঙ্গপাড়া গ্রামের চার মাথার মোড়ের কাছে গাছের তলায় বসে পিন্টু বাউরী মদ্যপ অবস্থায় গালিগালাজ করছিল যীশু কুমারকে লক্ষ্য করে। তখন তার প্রতিবাদ করে যীশু ওরফে রাজেশ। এরপরই নাকি বাকবিতণ্ডা হতে হতে বচসায় জড়িয়ে পড়ে ২ জন। শেষে যীশুর মাথায় লোহার রড দিয়ে মারে পিন্টু। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যীশু। আশপাশের লোকজন এরপর তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় ও খবর পৌঁছয় কোকওভেন থানায়। দুর্গাপুর মহকুমা হাসপাতালেই মৃত্যু হয় যীশুর। অবস্থা বেগতিক বুঝে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করে অভিযুক্ত পিন্টু বাউরী। কোকওভেন থানার পুলিশ পিন্টুকে সাত দিনের হেফাজত চেয়ে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলে। অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মৃতের বাড়ির লোক। গোটা ঘটনায় থমথমে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত ৩০ নম্বর ওয়ার্ডের ভগত পল্লী এলাকা।

death