/anm-bengali/media/media_files/2025/07/31/whatsapp-image-2025-07-31-2025-07-31-19-12-50.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: গুজরাটের সুরাতে কাজে গিয়ে বাংলাদেশী সন্দেহে হেনস্থা হতে হয়েছিল পিংলায় প্রায় ১৬ জন বাসিন্দাকে। তার মধ্যে বৃহস্পতিবার বিকেলে আতঙ্ক ও নতুন অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরল পিংলার কেলেয়াড়া এলাকার ৩ পরিযায়ী শ্রমিক। খুশি পরিবারের সদস্যরা।
গুজরাটের সুরাতে একটি কোম্পানির কাজে গিয়ে বাংলাদেশী সন্দেহে এই রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার প্রায় ১৬ জন পরিযায়ী শ্রমিককে হেনস্থা এবং মারধর করে গুজরাট পুলিশ, এমনটাই অভিযোগ। রাজ্য সরকারের দেওয়া হেল্প লাইনের নাম্বারে ফোন করে থানা থেকে মুক্তি পায় তারা। তবে ভয় তাদের পিছু ছাড়ছিল না। তাই তার মধ্যে ৩ জন ট্রেনে চেপে অভিজ্ঞতা ও আতঙ্ক নিয়ে বৃহস্পতিবার বিকেলে বাড়ি ফিরল। দুশ্চিন্তা কাটল পরিবারের। বাকিরাও বাড়ি ফেরার মুখে। পিংলায় বুদ্ধদেব বারিক, সন্দীপ মাজী এবং গণেশ মাজী এই ৩ জন বাড়ি ফিরেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-190545-2025-07-31-19-06-07.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us