/anm-bengali/media/media_files/wUGNcMgA1JPy7lyxuFQr.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচকে এক যুবককে অসুস্থ অবস্থায় ঘোরাফেরা করতে দেখে বেশ কয়েকজন স্থানীয় ব্যাক্তি। তারপর দেরী না করেই তৎক্ষণাৎ তাকে চিকিৎসা করিয়ে ডেবরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ডেবরা থানার পক্ষ থেকে ওই যুবকের বাড়িতে খবর দেওয়া হয়। যুবকের বাড়ি নিউ জলপাইগুড়ি জেলার মোরাঘাট চা বাগান এলাকায়।
/anm-bengali/media/media_files/wI9LxgsdCQPUSHJkbAYJ.jpg)
শনিবার বিকেলে পরিবারের লোকজন ডেবরা থানায় উপস্থিত হলে ওই যুবককে সকলের উপস্থিতিতে ডেবরা থানার পুলিশ তাঁর পরিবারের হাতে তুলে দেয়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শারিরীক অসুস্থতার জন্যই সে রাস্তা ভুলে বালিচক এলাকায় ঘোরাঘুরি করছিল। এলাকার বাসিন্দা প্রবীর সুর সহ আরো কয়েকজন ওই যুবককে উদ্ধার করে চিকিৎসা করায়। তারপর থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এতে উদ্ধারকারী ব্যাক্তিদের ধন্যবাদ জানিয়েছন বালিচাঁদ ওরার পরিবারের সদস্যরা।
/anm-bengali/media/media_files/qxUIZPvkmdcOl07Iw8SK.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us