কালীপুজোয় বক্স বাজাতে রাজি ছিলেন না ! এলোপাথাড়ি ছুরি চালিয়ে কুপিয়ে খুন করা সোনারপুরের যুবককে

অভিযুক্তদের আটক করেছে পুলিশ।

author-image
Debjit Biswas
New Update
Murder

নিজস্ব সংবাদদাতা : পাড়ার কালীপুজোয় নিজের সাউন্ড সিস্টেম বাজাতে দিয়েছিলেন। কিন্তু রাত্রি ১০টা নাগাদ নিজে এসেই নিজের সাউন্ড সিস্টেম  ফেরত নিয়ে যান। সাউন্ড সিস্টেমের শব্দে এক অসুস্থ প্রতিবেশীর অসুবিধা হচ্ছিল। মূলত তার কথা ভেবেই নিজের সাউন্ড সিস্টেম ফেরত আনার কথা ভাবেন সোনারপুরের সনাতন নস্কর। হয়তো তিনি ভাবতেও পারেননি যে এর পরিণতিতে নিজের প্রাণটাই বিসর্জন করে দিতে হবে। 

publive-image

সাউন্ড সিস্টেম বাড়িতে নিয়ে আসার পরেই সনাতনের বাড়িতে চড়াও হন তার প্রতিবেশী পিন্টু সাহা ও তার স্ত্রী। দুজনকে সঙ্গে দেন পিন্টুর শ্যালক ও তার স্ত্রীও। জোরপূর্বক সনাতনের বাড়িতে ঢুকে সনাতনের মা ও ভাইয়ের ওপর চড়াও হয় সকলে। বেধড়ক মারধর করা হয় দুজনকেই। এর প্রতিবাদ করেন সনাতন। কিন্তু এই প্রতিবাদ করাই কাল হয়ে যায়। পরিবারের দাবি,প্রতিবাদ করার সাথে সাথেই ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় সনাতনকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সনাতনকে। কিন্তু ততক্ষনে অনেক দেরি হয়ে গেছে। হাসপাতালেই সনাতনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় অভিযুক্ত পিন্টু সাহা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।