ভুয়ো পরিচয়পত্র, ব্যাঙ্ক থেকে ১০ লক্ষ ঋণ নিয়ে উধাও

কোথায় ঘটল এই কাণ্ড?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-23 at 3.58.55 PM

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে স্টেট ব্যাঙ্ক থেকে ১০ লক্ষ টাকা ঋণ নিয়ে উধাও হয়ে যান এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের দহিজুড়ি স্টেট ব্যাঙ্কে। অভিযুক্তের নাম অভিজিৎ সরকার, যিনি দক্ষিণ ২৪ পরগনার পাটুলির বাসিন্দা।

ব্যাঙ্ক সূত্রে জানা গেছে, অভিজিৎ সরকার নিজেকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের এক কর্মী হিসেবে পরিচয় দেন এবং সেই মিথ্যা পরিচয়ের ভিত্তিতে ব্যাঙ্ক থেকে ১০ লক্ষ টাকার লোন মঞ্জুর করিয়ে নেন। বেশ কিছুদিন ধরে তিনি ঋণের কিস্তি পরিশোধ না করায় ব্যাঙ্কের তরফে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। লোন বকেয়া থাকায় ব্যাঙ্ক একাধিকবার অভিজিতের দেওয়া ঠিকানায় নোটিশ পাঠায়, কিন্তু কোনও সাড়া না পাওয়ায় গত ৫ মার্চ বিনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিনপুর থানার পুলিশ। তদন্তের দায়িত্বে ছিলেন এসআই উমা শঙ্কর পড়িয়া। আধুনিক প্রযুক্তির সাহায্যে ফোনের লোকেশন ট্র্যাক করে গত ১৫ দিন ধরে নজরদারি চালিয়ে শনিবার রাতে অভিযুক্তকে দক্ষিণ ২৪ পরগনার পাটুলির এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃত অভিজিৎ সরকারকে ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি ঝাড়গ্রাম সহ সমগ্র রাজ্যে ব্যাঙ্ক জালিয়াতি সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন তুলে দিয়েছে।

Screenshot 2025-07-23 143835