/anm-bengali/media/media_files/1000061381.jpg)
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: তিন দিন আগে নিউ জলপাইগুড়ি স্টেশনের রেল ইয়ার্ডে বাবার বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে ১৪ বছর বয়সী এক নাবালিকা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়িতে। এর পরেই অভিযোগ করা হয় নিউ জলপাইগুড়ির জিআরপি থানায়। তারপর থেকেই তড়িঘড়ি ময়দানে নামে জিআরপি এবং এসওজি। জিআরপি এবং এসওজির যৌথ উদ্যোগে গতকাল রাতে হায়দ্রাবাদ বালাপুর পিএস এলাকা থেকে ৭২ ঘন্টার মধ্যে অভিযুক্ত ওই ৩৫ বছর বয়সী ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
জানা যায় যে অভিযুক্ত ব্যক্তি বুনিয়াদপুরের বাসিন্দা যে বর্তমানে ইস্টার্ন বাইপাস কানকাটা মোড় সংলগ্ন এলাকায় বসবাস করত। সে পেশায় টোটো চালক। ঘটনার পর প্রথমে সড়ক পথ দিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় ওই ব্যক্তি। পরবর্তীতে ট্রেনে চেপে হায়দ্রাবাদে যায়। পরে গোপন সূত্রের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে শিলিগুড়িতে আনা হয় আজ। ধৃতকে আদালতে তুলে তদন্তের স্বার্থে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হবে বলে জানা গিয়েছে জিআরপি সূত্রে।
/anm-bengali/media/media_files/2025/05/30/CCOGsYxLBEdLCdJ002ob.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us