Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/2024/12/12/kpwAGTp9irgCtJ8Ln4m6.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: এই মারাত্মক নিষ্ঠুর ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের মোহাড়েতে ঘটেছে। অভিযোগ, পরীক্ষিত দাসের না থাকার সুযোগ নিয়ে ফাঁকা পেয়ে গোয়াল ঘরে ঢুকে গবাদি পশুর ওপর যৌন নির্যাতন করে দেবব্রত ঘাটা ওরফে মতি ঘাটা।
/anm-bengali/media/media_files/2024/12/12/UcaSMq9MBk6gJGb8Hf2Z.jpeg)
এই ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় সবং থানায়। অভিযোগ পাওয়ার পরেই ওই যুবককে গ্রেফতার করে সবং থানার পুলিশ।আজ তাকে মেদিনীপুর আদালতে তোলা হয়। এর আগেও ওই যুবকের বিরুদ্ধে একাধিক পশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us