/anm-bengali/media/media_files/B07Qxz9cpFtqMdnhY2Tj.jpg)
নিজস্ব প্রতিনিধি : শনিবার ৩১ দিনে পড়েছে তৃণমূলের নবজোয়ার যাত্রা। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে কুর্মীদের রোষ আঁছড়ে পড়তেই সরগরম হয়ে উঠেছে পরিস্থিতি। রাজ্য রাজনীতি এখন এই নিয়ে তোলপাড়। এদিকে, আজই শালবনিতে এক হচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার পশ্চিম মেদিনীপুরে স্বাগত জানানো হবে অভেষেককে। বেলা ১২ টায় খড়গপুরে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে তাকে। দলের তরফে আয়োজিত হয়েছে একটি অনুষ্ঠান। এরপর দুপুর ১ টা নাগাদ শালবনিতে শুরু হয়ে যাবে জনসংযোগ যাত্রা। এগরার খাদিকুলে পরিদর্শন সেরে শলবনিতে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দুপুর ২ টো নাগাদ এক মঞ্চে পাশাপাশি দেখা যাবে মমতা-অভিষেককে। গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে কি বার্তা দেবেন তৃণমূলের শীর্ষ দুই নেতৃত্ব সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।